পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ২০ মে, ২০১৯

ভোট সমীক্ষায় ফিরছেন মোদি

দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি। গতকাল রোববার দেড় মাস ধরে চলা সাত দফা ভোট পর্বের শেষে বুথ ফেরত বিভিন্ন ভোট সমীক্ষায় দেখা গেছে, কংগ্রেস বা আঞ্চলিক দলগুলো জোট বাঁধলে একটা চ্যালেঞ্জ ছুঁড়তে পারলেও ভোট পাটিগণিতের হিসাবে সিঙ্গল লার্জেস্ট পার্টি এবং জোট হিসাবে অনেক এগিয়ে শাহ-মোদি জুটি। ২০১৪ সালে নিউজ টোয়েন্টি ফোর চাণক্য যে ভোটের হিসাব দিয়েছিল তা পরবর্তী সময়ে মিলে যায়। সেখানে বলা হয় এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ গতবারের চেয়ে ভালো করছে এমন কোনো ইঙ্গিত এখন নেই। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এবার ভোট হয়েছে ৫৪২টি আসনে। ২৯টি রাজ্য আর ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলে সদ্য হারানো রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়েও ভালো ফল করছে বিজেপি। উত্তরপ্রদেশেও অখিলেশ-মায়াবতীর জোট কোনো চ্যালেঞ্জ ছুঁড়তে পারেনি। সমীক্ষায় বলা হচ্ছে, উত্তরপ্রদেশে এনডিএ জিততে চলেছে ৫৮টি আসনে। সেখানে সপা-বসপা জিততে পারে ২০টি মাত্র। রায়বরেলি-আমেঠী বাদে কোথাও কংগ্রেস নেই উত্তরপ্রদেশে। গুজরাতেও একই অবস্থা। কর্নাটকে ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস-জেডিএস জোট মুখথুবড়ে পড়বে এমন ইঙ্গিত সমীক্ষায়। আঞ্চলিক দলগুলোর মধ্যে ভোট শেষ হতেই পরিষ্কার ওড়িশাতেও বিজেডির সঙ্গে সমানে সমানে লড়েছে বিজেপি। এই অবস্থায় সোমবার সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে সব আঞ্চলিক দলের নেতানেত্রীরা কোনো শর্ত ছাড়া এক জোট হলেই চাপে থাকতে পারে বিজেপি। অন্যদিকে, বিয়াল্লিশে বিয়াল্লিশ বা উনিশে ফিনিশ-তৃণমূল কংগ্রেসের তোলা স্লোগানে সায় নেই পশ্চিমবঙ্গের। গতকাল রোববার ভোট শেষের পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তাতে পশ্চিমবঙ্গে বিজেপি খুব খারাপ হলে ৮টি, মাঝারি হলে ১১টি আর ভালো হলে ১৬টি আসন পর্যন্ত জিততে পারে। কংগ্রেস বা বামফ্রন্ট এবারেও পশ্চিমবঙ্গে আসন বিচারে অনেক পিছিয়ে। ভোট সমীক্ষার হিসাবÑ তেলগু দেশম পার্টি জিততে পারে ১৬টি আসনে। বিজেপির সঙ্গী শিবসেনা, মহারাষ্ট্রে ১৮টি পর্যন্ত আসন জিততে পারে। কিন্তু বিকল্প হিসাবে ৫০ পেরোচ্ছে না কেউই। সব ভোট সমীক্ষায় নির্ভর করে স্যাম্পেল সাইডের ওপর। অনেক সময় তা বাস্তবের সঙ্গে মেলেও না। দক্ষিণে এআইএডিএমকে এবারও ভালো ফল করতে চলেছে। স্তালিনের ডিএমকে অনেক পিছিয়ে। টিআরএস-র চন্দ্রশেখর রাও তেমনভাবে ভোটারদের মন জয় করতে পারেননি, প্রমাণিত সমীক্ষায়। সবচেয়ে করুণ অবস্থা হতে পারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। সমীক্ষার হিসাব ৫ থেকে ৬টি আসন জিততে পারে ভাতিজার দল। বুয়া, মায়াবতীর, বহুজন সমাজ পার্টিও যোগী আদিত্যনাথের রাজ্যে করুণ অবস্থা কংগ্রেসেরও। গতবারের চেয়ে খুব বেশি আসন পাচ্ছে কংগ্রেস এমন ইঙ্গিত নেই ভোট সমীক্ষায়। শরৎ পাওয়ারের এনসিপি বা লালু যাদবের আরজেডি কেউই ডবল ফিগারের কাছে নেই। সব মিলিয়ে বিরোধীদের মহা জোটবন্ধন আপাতত ভোট রাজনীতিতে মুখথুবড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close