নিজস্ব প্রতিবেদক

  ১৬ মে, ২০১৮

কারওয়ান বাজারে রাসায়নিকযুক্ত ৪০০ মণ আম ধ্বংস!

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজারে অভিযান চালিয়ে রাসায়নিক উপাদান দিয়ে পাকানো ৪০০ মণ আম জব্দ করে তা ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব আমে ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানোর অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। র‌্যাব জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রমজান উপলক্ষে অপরিপক্ব আম মেডিসিন দিয়ে পাকিয়ে মুনাফা লাভের চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ফলের আড়তে যৌথ অভিযান চালায় র‌্যাব, বিএসটিআই ও সিটি করপোরেশন। এ সময় কেমিক্যাল দিয়ে পাকানো ৪০০ মণ আম জব্দের পর ধ্বংস করা হয়। এদিকে কেমিক্যাল দিয়ে আম পাকানোর অভিযোগ অস্বীকার করে আড়ত মালিকরা বলছেন, যেখান থেকে আম আমদানি করেন তারা সেখানেই এই কেমিক্যাল ব্যবহার করা হয়। ক্ষতিকর রাসায়নিক উপাদান ইথুপেন দিয়ে পাকানো আম মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানান বিএসটিআই কর্মকর্তা শরিফ হোসেন।

এদিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রমজানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। কেমিক্যাল দিয়ে পাকানো আম না খাওয়ার জন্য সাধারণ ভোক্তাদের অনুরোধ করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist