নিজস্ব প্রতিবেদক

  ০৯ জানুয়ারি, ২০১৮

চেয়ারম্যান বললেন

এমপিদের সম্পত্তির হিসাব নিয়ে কাজ করছে দুদক

কেবল বিরোধী দল নয়, সরকারি দলের সংসদ সদস্যদের সম্পত্তির হিসাব নিয়েও দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘যারা সরকারি দলের সংসদ সদস্য, তাদের সম্পত্তির হিসাব নিয়েও দুদক কাজ করছে।’ গতকাল সোমবার দুপুরে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুদকের ভূমিকা একটাই। আমি স্পষ্ট করে বলতে চাইÑ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের সম্পত্তির সঠিক হিসাব দিতে হবে। আমরা দু-একজন সংসদ সদস্যের সম্পত্তির সঠিক হিসাব পাইনি। তবে আমরা চাই, যারা জনগণের প্রতিনিধি হবেন, তারা সঠিকভাবে নির্বাচন কমিশনে সম্পত্তির হিসাব দেবেন।’

স্বপ্রণোদিত হয়ে দুদক কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘না, এমন কোনো ব্যবস্থা আমরা নেব না। আমাদের চোখের সামনে কোনো অনিয়ম ধরা পড়লে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে দু-একজন সংসদ সদস্যের বিষয়ে চিঠি দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। সেটি নিয়ে আমাদের কিছু করার নেই।’

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের স্ত্রীরাও আসামি হয়ে যাচ্ছে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘এমন প্রায় ১০টি মামলা আছে, যেখানে দুর্নীতিবাজদের পাশাপাশি তাদের স্ত্রীরাও আসামি। তবে স্ত্রীদের জিজ্ঞাসাবাদের সময় তারা দাবি করেন, তারা কিছুই জানেন না। এটি আসলে একটি সামাজিক ব্যাধি। এর প্রতিরোধে আমরা ক্যাম্পেইন করব, যেন স্ত্রীদের নামে কোনো অবৈধ সম্পত্তি রাখা না যায়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist