বিনোদন প্রতিবেদক

  ২৬ ফেব্রুয়ারি, ২০২০

১৫ বছর পর ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৫ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় রিয়্যালিটি শো ‘নতুন কুঁড়ি’। ২০১৫ সালে সর্বশেষ বসেছিল এ আয়োজনের শেষ আসর। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

হারুন অর রশিদ বলেন, ‘আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করব। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে বিজয়ীদের নিয়ে এ প্রতিযোগিতার মূল আসর বসবে।’

কোরআন তিলাওয়াত, গল্প বলা, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গনৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি ইত্যাদি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়স ৬-১০ বছর এবং ‘খ’ শাখার বয়স ১০-১৫ বছর।

এদিকে ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে যাত্রা হয় ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে অর্থাৎ ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ নামে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা করে।

এ প্রতিযোগিতা থেকে উঠে আসা তারকাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তারানা হালিম, রুমানা রশীদ ঈশিতা, তারিন আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, সাবরিন সাকা মীম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close