বিনোদন প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০১৯

রবীন্দ্রনাথের ‘উদ্ধার’-এ নাসিম-নাদিয়া

আজ ২২ শ্রাবণ। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘উদ্ধার’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, পরিচালক আবুল হায়াত। নাটকটির গল্প প্রসঙ্গে এই নাটকে আইনজীবী চরিত্রে রূপদানকারী অভিনেতা আহসান হাবিব নাসিম জানান, গল্পে দেখা যাবে আইনজীবী পরেশ তার স্ত্রী গৌরিকে যেমন ভালোবাসে আবার ঠিক তেমনি সন্দেহ করে। দিন দিন এই সন্দেহ তার বাড়তেই থাকে। কিন্তু তার স্ত্রী বিষয়টি আর মেনে নিতে পারছিলেন না। এক দিন গুরুতর অসুস্থ হয়ে আইনজীবী মৃত্যুবরণ করেন। স্বামীর সন্দেহ সহ্য করতে না পারলেও স্বামীর মৃত্যুর পর স্ত্রীও বিষপানে আত্মহত্যা করে। আর এরই মধ্যে দিয়ে সন্দেহ উদ্ধার হলো অর্থাৎ শেষ হলো সন্দেহর। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাসিম বলেন, ‘একজন আবুল হায়াত বাংলাদেশের টিভি নাটকের জীবন্ত কিংবদন্তি। অভিনেতা তো বটেই, পাশাপাশি নিঃসন্দেহে একজন গুণী নির্মাতাও। রবীন্দ্রনাথের নাটক অবশ্যই গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মাণ করতে হয়। হায়াত আঙ্কেল চেষ্টা করেছেন তার নাট্যরূপে এবং তার নির্দেশনায় উদ্ধার নাটকটির গল্প আমাদের অভিনয়ের মধ্য দিয়ে যতটা বিশ^াসযোগ্য করে তোলা যায়। আমরা যারা কাজ করেছি তারাও বেশ আন্তরিকতা নিয়েই নিজেদের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকের।’ নাদিয়া আহমেদ বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীরই আসলে স্বপ্ন থাকে রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করার। আমি এর আগে অনেক নাটকেও কাজ করেছি। কিন্তু তার পরও আরো ভালো ভালো চরিত্রে, চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার স্বপ্ন আমার রয়েই গেছে। কেন জানি মনে হয় রবীন্দ্রনাথের চরিত্রগুলোতে অভিনয় করতে গিয়ে নিজেকে খুঁজে পাই। হায়াত আঙ্কেল নির্দেশক হিসেবে থাকলে অভিনয়ের অনেক টুকিটাকি বিষয়গুলো শুধরে দিয়ে অভিনয় বের করে আনার চেষ্টা করেন। যে কারণে শিল্পী হিসেবে আমরা যারা কাজ করি তাদের অভিনয় আরো ধারালো হয়। নাসিম ভাইয়ের সঙ্গে উদ্ধার নাটকটিতে অভিনয়টা আমি ভীষণ উপভোগ করেছি। আমার বিশ^াস দর্শকও নাটকটির গল্প এবং আমাদের অভিনয় বেশ মনোযোগ দিয়েই উপভোগ করবেন।’

জানা যায়, নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এদিকে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আহসান হাবিব নাসিম আবারও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি মুসাফির রনির ‘শর্টটাইম লাভার’ নাটকেরও কাজও শেষ করেছেন; যাতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আফ্রি সেলিনা। নাদিয়া আহমেদ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে অঞ্জন আইচের ‘মুক্তির উপায়’ নাটকেও অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close