বিনোদন প্রতিবেদক

  ১৩ মার্চ, ২০১৯

মায়ের সুরে গাইলেন মেয়ে

কিছুদিন আগেই ধ্রুব মিউজিক স্টেশন থেকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের জন্য সংগীতশিল্পী রুনা লায়লার সুর সংগীতে এ প্রজন্মের বেশ কয়েকজন শিল্পী গান গাইবেন। সেই ঘোষণার তালিকায় সম্পৃক্ত হলেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা। রুনা লায়লার সুরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবার গান গাইলেন তানি লায়লা। নিজের মায়ের সুরে গান গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত-আনন্দিত তানি লায়লা। গত ১০ মার্চ লন্ডনে তানির গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান রুনা লায়লা। তানির গানের কথা হচ্ছে, ‘আমি কেন তোমারই হয়ে গেছি পর’। গানটি লিখেছেন একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। গান রেকর্ডিং শেষে কথা হয় রুনা লায়লার সঙ্গে।

তিনি বলেন, ‘যেহেতু আমার সুরে বেশ কয়েকজন শিল্পী গান গাইছেন। সেখানে তানিকে দিয়ে গান গাওয়ানোর একটি ইচ্ছে ছিল আমার শুরু থেকেই। তাছাড়া আমার সুরে যখন তানিকে গাইতে বলার কথা বলেছি, তখন সে ভীষণ আগ্রহ নিয়েই গানটি গাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে। তানির কণ্ঠের সঙ্গে যায় এমন সুরই করেছি আমি। সবমিলিয়ে তানি খুব ভালোভাবেই গানটি গেয়েছে। আমি তার গান শুনে তৃপ্ত। আশা রাখি, গানটি সবারই ভালো লাগবে।’

এর আগে গেল ভালোবাসা দিবসের দিন সন্ধ্যায় রুনা লায়লা তার নিজের সুরে রাজা কাশেফের সংগীতায়োজনে ‘ফেরাতে পারিনি তোমায়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল।

এ বিষয়ে ধ্রুব মিউজিকের কর্ণধার ধ্রুব গুহ জানান, রুনা লায়লা দেশে ফিরলেই তার গানটির মিউজিক ভিডিও নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়া হবে। কারণ দীর্ঘদিন রুনা ভক্ত শ্রোতা দর্শকরা রুনা লায়লার নতুন কোনো গান পাচ্ছেন না। তাই রুনা লায়লার ভক্ত দর্শকের জন্যই ‘ধ্রুব মিউজিক স্টেশন’ দ্রুত রুনা লায়লার গানটি শ্রোতা দর্শকের কাছে তুলে দিতে চাইছেন। গত বছর পহেলা বৈশাখে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে সুরকার হিসেবে রুনা লায়লার অভিষেক হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে’ গানটিতে রুনা লায়লার সুরে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। মার্চের শেষপ্রান্তে ঢাকায় ফিরবেন রুনা লায়লা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close