বিনোদন ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

উপস্থাপক ছাড়াই এবারের অস্কার

এবার নতুন ইতিহাস সৃষ্টি করবে অস্কার। গত ৩০ বছরে যা ঘটেনি এবার তাই ঘটবে। আর সেটা হলো অফিশিয়াল উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হবে ৯১তম আসরের এ বছরের আয়োজন। প্রতিষ্ঠানটির প্রধানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এবার তারকাদের জন্য আরো বড় সুযোগ থাকছে। তাহলো অস্কার মঞ্চে নিজেদের আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবেন তারা। কারণ এবার ট্রফি প্রদানের চেয়ে তারকার দিকেই সবার নজর থাকবে।

৯১তম অস্কার আসর উপস্থাপনা করার কথা ছিল হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান কেভিন হোর্টের। তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়ায় দায়িত্ব থেকে নিজেই সরে আসেন কেভিন। আর তার এ সিদ্ধান্ত নেওয়ার পরপরই নাকি এ সিদ্ধান্ত নিয়েছে এবিসি এন্টারটেইনমেন্ট।

এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্যারি বার্ক জানিয়েছেন, অন্যান্য উপস্থাপকই চালাবেন অস্কারের আসর।

কেভিন হার্ট অস্কার উপস্থাপনা করবেন, এমন খবর প্রকাশের দুই দিন পর থেকেই বিতর্ক ওঠে তার বিরুদ্ধে। ১০ বছর আগে কেভিন ‘এল জি বি টি’ (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার) ধরনের মানুষদের নিয়ে মজা করে টুইট করেছেন, সেগুলো নিয়েই এ বিতর্কের শুরু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close