বিনোদন প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০১৮

নতুন বিজ্ঞাপনে মিথিলা

মিথিলা এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। দশ বছর ধরে তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এ বেশ সুনামের সঙ্গেই চাকরি করছেন। ২০০৬ সালে এই প্রতিষ্ঠানের রিসার্চ ডিভিশনে ইন্টার্নশিপ করতে এসেই ‘ব্র্যাক’-এর সঙ্গে তার সূত্রতা। ২০০৮ সালে মিথিলা ‘ব্র্যাক’-এর শিক্ষা গবেষণা বিভাগে গবেষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এর আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত। যে কারণে মিথিলাকে অনেক ব্যস্ত থাকতে হয়। আর তাই নাটকে কিংবা বিজ্ঞাপনে হরহামেশা তাকে দেখা যায় না। তবে মিথিলা চেষ্টা করেন ছুটির দিনে নাটকে কিংবা বিজ্ঞাপনে কাজ করতে। ঠিক তেমনি একটি কাজ করলেন গত সপ্তাহে। নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। প্রথমবারের মতো তিনি গুণী বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ আপন আহসানের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের নতুন সেবা ‘আমার অ্যাকাউন্ট’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

মিথিলা বলেন, ‘এরই মধ্যে রাজধানীর কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়েছি। শুটিংয়ের পুরোটা সময় ত্রপা মজুমদার আপা আমার সঙ্গে ছিলেন। যে কারণে গল্পে গল্পে বেশ ভালো সময় কেটেছে। তা ছাড়া আপন ভাই খুব মেধাবী একজন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। পুরো ইউনিটের আন্তরিকতায় আমি মুগ্ধ। সত্যিকার অর্থেই বিজ্ঞাপনটি নিয়ে আমি খুব আশাবাদী।

সৈয়দ আপন আহসান জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে ‘এক্সপ্রেসন’। এদিকে আদনান আল রাজীবের নির্দেশনায় মিথিলা এরই মধ্যে আরো একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন, যা এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশিত মিথিলা ও তাহসানের জনপ্রিয় বিজ্ঞাপন ছিল জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনটি। এদিকে এরই মধ্যে মিথিলা দুটি শর্টফিল্মে অভিনয় করেছেন। একটি ইফতেখার আহমেদ ফাহমির ‘একটি সবুজ ব্যাগ’ ও অন্যটি আর বি প্রীতমের ‘ওয়েলকাম টু ফ্যামিলি’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close