বিনোদন প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৮

নুহাশ পল্লীতে এতিমদের জন্য হুমায়ূনের প্রিয় খাবার

বরেণ্য কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। অন্যবারের মতো এবারও তার স্মরণে গাজীপুর নুহাশপল্লীতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় একই আয়োজন ছিল নেত্রকোনায় তার প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এ। নুহাশপল্লীর দোয়া-মাহফিলে অংশ নেয় স্থানীয় এতিমখানার অসংখ্য শিশু। এ প্রসঙ্গে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বলেন, ‘ছয় বছর হতে চলল প্রিয় হুমায়ূন আহমেদ নেই। তার চলে যাওয়ার পর এমন একটি দিনও যায়নি যেদিন আপনি বা আমি কোনো না কোনোভাবে এই মানুষটাকে স্মরণ করিনি। তার বিদায়ের দিন উপলক্ষে এবারও নুহাশপল্লীতে আমরা কোরআনখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি।’

গতকাল বাদজোহর দোয়া মাহফিলের পর এতিম শিশুদের হুমায়ূনের প্রিয় খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। শাওন মনে করেন, ওপার থেকে এই দৃশ্য দেখে হুমায়ূন আহমেদ অনেক খুশি হবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist