বাগেরহাট প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৮

বাগেরহাটে হামলায় ধানের শীষের প্রার্থীসহ আহত ৬

বাগেরহাটের দুইটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের গনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে বাগেরহাট-৪ আসনে মোরেলগঞ্জে নির্বাচনী গণসংযোগ কালে হামলার শিকার হন ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। এ সময় তার ৩ কর্মীও আহত হন। অপরদিকে একই দিন দুপুরে বাগেরহাট-২ আসনে বিএনপি’র প্রার্থী এমএ সালাম গনসংযোগে বের হলে বিএনপি ও যুবদলের ২ নেতাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। পৃথক দুটি আসনে হামলায় ধানের র্শীষের প্রার্থীসহ আহত ৬ নেতাকর্মীর মধ্যে কাড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্টা ডা. আব্দুর রহমানকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রথম সন্ত্রাসী ঘটনাটি ঘটে মোরেলগঞ্জ উপজেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকায়। এ সময় ধানের র্শীষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের গণসংযোগে হামলায় প্রার্থীসহ ৪ জন আহত হয়। আহত অপর ৩ জন হলেন, আল-আমীন (২৫), রাকিব (২৩) ও রাহাত (২৩)। একই ওই দিন দুপুরে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদীয় আসনে বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এমএ সালাম গনসংযোগে বের হন। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে থানার কাছাকাছি এলাকায় আসলে ২ নেতাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতাবস্থায় জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জেলা আ.লীগের সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ‘সস্ত্রাসী হামলার ঘটনা দুটি সম্পর্কে তিনি অবগত নন। তবে দলের কাউকে এ ধরণের কোন নির্দেশ দেয়া হয়নি বলে জানা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close