জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২৩

জাবিতে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : একুশ শতকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু প্রজ্ঞা ও দৃঢ় নেতৃত্বে বাঙালির জাতির পিতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে তার দৃঢ় নেতৃত্ব এবং কর্তৃত্বের প্রমাণ মেলে। বাঙালির স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে।

মুখ্য আলোচক কবি ড. কামাল চৌধুরী বলেন, ভারতীয় উপমহাদেশে বাঙালির মধ্যে অনেক বড় মাপের নেতৃত্ব ছিল বটে। তবে বাঙালির জাতিসত্তা এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ।

নুষ্ঠান পরিচালনা করেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close