reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ স্লোগান সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে র‌্যালিতে বিভিন্ন স্লোগান সংব^লিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত গ্রন্থগারিক আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমানসহ অর্থনীতি বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি বিভাগের জেষ্ঠ অধ্যাপক মুহাম্মদ মামুন, অধ্যাপক দেবাশীষ শর্মা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গ্রন্থাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close