সিকৃবি প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৯

সিকৃবিতে বঙ্গবন্ধুর ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদায় ১০ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে। দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অফিসার্স পরিষদ। এসময় সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় ও সভাপতি সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ বদরুল ইসলাম শোয়েব ও অফিসার্স পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূখ্য ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। দুপুর ১টায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী আলোচনা সভার আয়োজন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র শিক্ষক প্রাঙ্গণে এসে শেষ হয়। বিকাল ৪ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকায়।লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়।বঙ্গবন্ধু সেখানে সদ্য স্বাধীন জাতির উদ্দেশে ভাষণ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close