reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৯

ববি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র রাখার নির্দেশ

সাম্প্রতিক সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বড় ধরনের বেশ কয়েকটি চুরি সংঘটিত হওয়ায় উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

৯ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত একটি জরুরি নোটিস জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে জারি করা ওই নোটিসে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশী টহল ও চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে।এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখাসহ কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close