reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুলাই, ২০১৮

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তদান কর্মসূচি

মানবতার সেবায় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা আহছানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষকরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নানা সমাজকল্যাণ কার্যক্রমে অংশগ্রহণ করার অনুপ্রেরণা দিয়ে থাকেন। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় প্রতি বছর অন্তত দুবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই বুধবার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করার জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে রক্তদান কর্মসূচির আয়োজন করে। ৯২ জন শিক্ষার্থী এ সময় থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান করে। ওই ৯২ জন শিক্ষার্থী রক্ত দিয়ে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করায় তাদের সবাইকে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন ৫টি রোগের (হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইচআইভি, ম্যালেরিয়া) ফ্রি টেস্ট করে দেওয়ার ব্যবস্থা করে। এ ছাড়া আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে সাহায্য করায় ফাউন্ডেশন অব ইউথ সোসাইটি সংগঠনকে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এএসডব্লিউ অধ্যাপক ড. শারমিন রেজা চৌধুরী। সহযোগিতায় আরো ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. এস এম আবুল কালাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist