reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০১৮

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে আইইউবির প্রথমস্থান অর্জন

মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ‘টিম অ্যাটেনডেন্ট’ দল এশিয়ার মধ্যে এবার প্রথম স্থান অর্জন করেছে। উল্লেখ্য, এ দলটি গত বছরে এই প্রতিযেগিতায় এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছিল। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ বিশ্বের শীর্ষস্থানীয় রোবটিক প্রতিযোগিতা যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নকশা করা মঙ্গলযান (রোভার) প্রদর্শিত হয়। মার্স সোসাইটির আয়োজনে প্রতিযোগিতাটি প্রতি বছর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ মরুভূমি অঞ্চলে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দলগুলোকে পরবর্তী প্রজন্মের মঙ্গলযান তৈরির চ্যালেঞ্জ জানানো হয়, যেসব যান ভবিষ্যতে নভোচারীদের সঙ্গে সেই লালগ্রহের বুকে অভিযান চালাবে।

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০১৮-তে দুই পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাছাই পর্বের মধ্য দিয়ে ৩৬টি দলকে মাঠপর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। শেষ পর্যন্ত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘টিম অ্যাটেনডেন্ট’ দল এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো যেমন : কর্নেল, স্ট্যানফোর্ড, ইউনিভার্সিটি অব মিশিগান, ইউনিভার্সিটি অব টরন্টো, মোনাস ইউনিভার্সিটি অব অস্ট্রেলিয়া, আইআইটি মাদ্রাজ ও বোম্বে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল এআইইউবি, ব্র্যাক, বুয়েট, চুয়েট, ড্যাফোডিল, আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি সিলেট, নর্থ-সাউথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা শেষে চেসতোকোভা ইউনিভার্সিটি অব টেকনোলজির পিসিজেড রোভার টিম প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হয়। মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমআরডিটি দল এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist