আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ আগস্ট, ২০১৭

কিম জং উন ‘বিচক্ষণ’ সিদ্ধান্ত নিয়েছেন : প্রশংসা ট্রাম্পের

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করে ‘বিচক্ষণ’ সিদ্ধান্ত নিয়েছেন বলে তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয়া অগাস্টের মাঝামাঝি সময়ে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দ্বীপ গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনার কথা জানানোর পর হঠাৎই সিদ্ধান্ত থেকে সরে আসে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন কিম জং-উন। পরিকল্পনাটি তিনি পর্যবেক্ষণও করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হয় তা আরো কিছু সময় নিয়ে দেখার পরই তিনি সিদ্ধান্ত জানাবেন। কিমের এ সিদ্ধান্তে খুব খুশি হয়েই তার পদক্ষেপের ওই প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন খুবই বিচক্ষণ এবং অত্যন্ত যুক্তিসংগত সিদ্ধান্ত নিয়েছেন। অন্যথায় তার সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনত আর তা মেনেও নেওয়া যেত না।’ উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোসহ চীনের অনুরোধ উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। জুলাইয়ে দুটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর জেরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দেশটির ওপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। এতে ক্ষুব্ধ উত্তর কোরিয়া ওয়াশিংটনকে ‘চূড়ান্ত সতর্ক বার্তা’ দিতে অগাস্টের মাঝামাঝি সময়ে গুয়ামে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। গুয়াম যুক্তরাষ্ট্রের অন্যতম ঘাঁটি। নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ ঘাঁটি এটি। উত্তর কোরিয়া সেখানে হামলার হুমকি দিয়ে বলেছে, কোনো যুদ্ধ শুরু হলে সেটি হবে পারমাণবিক যুদ্ধ। গুয়ামে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মাত্র ১৪ মিনিটেই আঘাত হানতে পারবে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা।

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দেওয়ার পরপরই এর জবাবে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গুলিভরা বন্দুক তাক করে আছে। গুয়ামের কিছু হলে উত্তর কোরিয়া চরম পরিণতি ভোগ করবে। তারপরই উত্তর কোরিয়ার নেতা কিম তার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসার কথা জানানোয় তার প্রশংসা করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠী তালিকায় হিজবুল মুজাহিদিন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরভিত্তিক সংগঠন হিজবুল মুজাহিদিনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহউদ্দিনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করার এক মাস পর বুধবার তার দলকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist