প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ মার্চ, ২০২৪

২১ দিনে অনশন ভাঙলেন ওয়াংচুক মোদিকে কড়া বার্তা

২১ দিন পর গত মঙ্গলবার অনশন ভেঙেছেন ভারতের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা মোদি এবং অমিত শাহকে কেবল রাজনীতিবিদ হিসেবে ভাবতে চাই না, তাদের রাষ্ট্রনায়ক হিসেবে ভাবতে চাই। তবে এর জন্য তাদের কিছুটা দূরদর্শিতা দেখাতে হবে।

ওয়াংচুক গত তিন সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে শুয়ে আছেন। তিনি জনগণকে এবার খুব সাবধানে তাদের ব্যালট শক্তি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠনের পর লাদাখ গত চার বছরে বেশ কয়েকটি বিক্ষোভের সাক্ষী হয়েছে। লেহ এবং কার্গিল উভয় অঞ্চলের সদস্যদের নিয়ে একটি উচ্চণ্ডক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছিল গত বছর; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close