প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ মে, ২০২৩

পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বালাতা ক্যাম্পে জায়নবাদীদের সামরিক অভিযানের সময় এ হতাহতের ঘটনা সংঘটিত হয়। এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুস শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী বালাতা ক্যাম্পে হামলা চালায় এবং বেশ কটি বাড়ি ঘেরাও করে। ওই সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের বাধা দেয়। তখন সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের এ অভিযানে তিনটি ফিলিস্তিনি বাড়ি উড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনি শহরগুলোতে বারবার ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিমতীরে উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার মতে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২৬ শিশুসহ অন্তত ১৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র : ইয়েনি শাফা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close