প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০২২

পরমাণু অস্ত্র ব্যবহার

মার্কিন অভিযোগের জবাব দিল বেইজিং

আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। এছাড়া, চীন ২০৩৫ সাল নাগাদ তার পরমাণু অস্ত্রের ভা-ার তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কোনো সময় এবং কোনো পরিস্থিতিতেই চীন তার পরমাণু অস্ত্রনীতি লঙ্ঘন করবে না। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তান কেফেই বলেছেন, চীনের পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু অভিযোগ ও ধারণা প্রচার করেছে। অথচ যে দেশটির তার নিজের পরমাণু অস্ত্রনীতি পুনর্বিবেচনা ও পরিবর্তন করা দরকার, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তান বলেন, চীন কঠোরভাবে তার পরমাণু অস্ত্রনীতি বজায় রেখেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close