প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ মে, ২০২২

পারমাণবিক হামলার প্রস্তুতি নেই রাশিয়ার

-সিআইএ

ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার পরিকল্পনার এখন পর্যন্ত বাস্তব কোনও প্রমাণ মেলেনি। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- (সিআইএ) এর প্রধান উইলিয়াম বার্নস। খবর বিবিসির।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের আয়োজিত কনফারেন্সে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার পরমাণু হামলার ঝুঁকি থাকায় গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ম পর্যবেক্ষণে রেখেছে। ইউক্রেনে অভিযানের কিছুদিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের পারমাণবিক বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়ে ‘প্রস্তুত’ থাকতে বলেন। তার এই নির্দেশ থেকেই ইউক্রেন যুদ্ধকে বৃহত্তর পারমাণবিক সংঘাতে পরিণত করার ইঙ্গিত থাকতে পারে বলে অনেকে মনে করছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘যদি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে। এটি হবে ধ্বংসাত্মক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close