প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ অক্টোবর, ২০২১

বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবার বিশ্বের সেরা ধনীর তালিকায় ১০ নম্বরে উঠে এসেছেন। শুক্রবার তার সংস্থার স্টক রেকর্ড ছাড়ায়। এরপরই জেফ বেজোস, ইলন মাস্কের সঙ্গে বিশ্বের সেরা ধনীর তালিকায় নাম লেখান ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, এ বছর মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে ২৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ১০০ দশমিক ৬ বিলিয়ন ডলার। যদিও ফোর্বসের তথ্য মতে তার সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।

বাবা মারা যাওয়ার পর ২০০৫ সালে বাবার তেল পরিশোধন ও পেট্রো কেমিক্যাল ব্যবসা উত্তরাধিকার সূত্রে পান আম্বানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close