আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২০

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সুদান!

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরব দেশ সুদান। সৌদি আরবের দৈনিক পত্রিকা আশার্ক আল-আওসাত সুদানি কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, সম্প্রতি আবুধাবিতে যুক্তরাষ্ট্র ও সুদান সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সুদান। এর বিপরীতে সুদানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা বাদ দিবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ৭০০ কোটি ডলারের আর্থিক সহযোগিতা পাবে ওয়াশিংটনের কাছ থেকে। সুদানের অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আরব-ইসরায়েল শান্তি আলোচনায় সমর্থনের কথা নিশ্চিত করেছিল। তারা জানিয়েছিল, এই পথকে আরব বিশ্বের শান্তির পথ হিসেবে বিবেচনা করছে। সৌদি পত্রিকাকে ওই সূত্র আরো জানিয়েছে, বৈঠক চলাকালীন মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে। সুদানের সর্বোচ্চ কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহান বৈঠকের আলোচনার বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করেছে ক্ষমতাসীন জোটের উম্মা পার্টি ও কমিউনিস্ট পার্টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close