আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি দেবে সৌদি আরব

সৌদি আরবের বিভিন্ন কারাগার থেকে ৮৫০ জন ভারতীয় বন্দিকে মুক্তি দেবে সৌদি আরব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধেই তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছে, নয়া দিল্লিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে এসব বন্দিকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবমতে, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশিসংখ্যক ভারতীয় নাগরিক বন্দি হয়ে আছে সৌদি আরবের কারাগারগুলোতে। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের জেলগুলোতে ভারতীয় বন্দির সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২২৪ জনে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, ঘুষ, মাদক ও অ্যালকোহল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আছে।

সৌদি আরবে বাস করা বিদেশি নাগরিকদের বেশির ভাগই ভারতীয়। এ সংখ্যা আনুমানিক ২৭ লাখ। এদের অনেকেই সেখানে নির্মাণ খাত বা গৃহস্থালী কাজের মতো ছোটখাটো কাজ করেন।

এক টুইটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী মোদির অনুরোধের পর সৌদি যুবরাজ জেলবন্দি ৮৫০ ভারতীয়কে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত সোমবার পাকিস্তান সফরকালে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে যুবরাজ বিন সালমান ২১০০ পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

পাকিস্তান সফরকালে গত রোববার দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিও করেন তিনি। তবে পাকিস্তান সফর শেষে ভারতে গিয়ে আরো বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ।

ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি। সেইসঙ্গে আগামী দুই বছরে বিভিন্ন ক্ষেত্রে এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close