আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি পোশাকে শপথ রাশিদার

সম্প্রতি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব (৪২)। তিনিই প্রথম প্যালেস্টাইনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারী কংগ্রেস সদস্য। আগামী মাসে মার্কিন কংগ্রেসে শপথ অনুষ্ঠিত হবে। সেই শপথ অনুষ্ঠানে প্যালেস্টাইনি ঐতিহ্যবাহী পোশাক পরে যোগদান করবেন তিনি।

রাশিদা তালিব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানান। একইসঙ্গে ঐতিহ্যবাহী প্যালেস্টাইনি পোশাক ‘তোব’ এর একটি ছবি পোস্ট করেছেন তিনি। মার্কিন কংগ্রেস নির্বাচনে মিশিগান রাজ্য থেকে নির্বাচিত হন রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা-মা ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। এর আগে, ২০০৮ সালে প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে মিশিগান আইনসভার সদস্য নির্বাচিত হন রাশিদা তালিব। টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close