আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৮

ভারতের উত্তরখন্ডে বাস খাদে পড়ে নিহত ১২

ভারতের উত্তরখন্ড প্রদেশে সড়কের পাশের গভীর খাদে পড়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। গত রোববার বিকেলের দিকে রাজ্যের উত্তরকাশী জেলার বিকাশনগর থেকে জানকি চটি যাওয়ার পথে কাশী-যমুনোত্রী হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি সড়কের পাশে প্রায় ৫০ ফুট গভীরে পড়ে যায়। সে সময় ঘটনাস্থলেই নিহত হন ১০ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুইজন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরকাশীর জেলা শাসক আশীষ চৌহ্বান জানান, আহতদের উদ্ধার শেষে হেলিকপ্টারে করে দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়তে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও উদ্ধারকারীরা পৌঁছায়। ঘটনাস্থলের খাদে আরো লাশ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close