আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৮

সিয়াটলে সাগরে বিধ্বস্ত চুরি হওয়া উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিনা অনুমতিতে আকাশে উড়াল দেওয়া উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে। ৭৮ আসনের উড়োজাহাজটিতে ঘটনার সময় কোনো যাত্রী ছিল না। স্থানীয় সময় শুক্রবার রাতে এক এয়ারলাইন কর্মী এ কা- করেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়, এয়ারলাইনের এক কর্মী সিয়া-টাক থেকে অনুমতি ছাড়া খালি একটি উড়োজাহাজ নিয়ে আকাশে উড়াল দিয়েছে। পরে সেটি সাউথ পিজেট সাউন্ডে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হওয়ার খবর দিলেও পাইলটের পরিচয় বা তিনি জীবিত না মৃত সে সম্পর্কে বিবৃতি কিছু জানানো হয়নি বলে জানায় বিবিসি। তবে পিয়েস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে ‘এটা কোনো সন্ত্রাসী কা- নয়’ বলে দাবি করে বলা হয়, অনুমতি ছাড়া উড়োজাহাজ উড্ডয়ন করা ২৯ বছরের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ওই ব্যক্তিকে উড়োজাহাজ অবতরণে রাজি করার চেষ্টা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close