আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুলাই, ২০১৮

জাদুঘর হবে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের যে গুহায় ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আটকা পড়েছিল তা জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান কীভাবে চালানো হয়েছে তা ওই গুহা জাদুঘরে প্রদর্শন করা হতে পারে এবং এটি থাইল্যান্ডের পর্যটনের একটি ‘বড় ধরনের আকর্ষণে’ পরিণত হতে পারে। অন্ততপক্ষে দুটি কোম্পানি উদ্ধার অভিযানের গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণেরও পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বিবিসি। উদ্ধার পাওয়া ওই থাই কিশোর দল এখন হাসপাতালে আছে। তারা দ্রুত স্বাভাবিক শারীরিক অবস্থা ফিরে পাচ্ছে। পাহাড়ের নিচের ওই অন্ধকার গুহায় ১৭ দিন আটকা থেকে কোচসহ তারা গড়ে দুই কেজি করে ওজন হারিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ প্রকাশিত একটি ভিডিওতে হাসপাতালের বেডে বসা ও শোয়া অবস্থায় তাদের দেখা গেছে। তাদের শারীরিক অবস্থা ভালো আছে এবং ভিডিওতে তাদের উৎফুল্লও দেখা গেছে। এরপরও বিচ্ছিন্ন অবস্থায় এক সপ্তাহ তাদের হাসপাতালেই থাকতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist