বান্দরবান প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৭

বান্দরবানে যুবকের লাশ, অস্ত্র উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় বাড়ির পাশের পাহাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে লামা থানা পুলিশ। লাশের পাশে পড়ে থাকা একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। এদিকে, ৬ নম্বর ওয়ার্ডের হরিণমারা এলাকায় একটি কঙ্কাল পাওয়া গেছে। লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ‘নিহত মো. জামাল (৪০) উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হিমছড়ি এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ছিল জামালের। কিছুদিন আগে জামাল তার শশুরবাড়ি আমিরাবাদে গেলে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন তার পুরুষত্ব নেই বলে অভিযোগ তোলেন এবং বিয়ের সময় দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চান।’

দিনমজুর জামালকে শশুর বাড়িতে সামাজিকভাবে বিচার বসিয়ে অপমান করা এবং টাকা ফেরত দেওয়ার সমর্থ না থাকায় অপমানে সে বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে বলেও জানান ইউপি সদস্য।

লামা থানা পুলিশের উপপরিদর্শক তমেজ উদ্দিন বলেন, ‘আমরা লামা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আজিজনগর হিমছড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করি। লাশটির প্রাথমিক সুরতাহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের বুকে বারুদের আগুনে পুড়ে যাওয়ার চি?হ্ন রয়েছে।’

লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিণমারা এলাকায় আরেকজনের কঙ্কাল পাওয়া গেছে। কিছুদিন আগে হরিণমারা এলাকায় আহমদ কবিরের ছেলে হারুন-অর রশিদ হারিয়ে যায়। এই বিষয়ে লামা থানায় তার পরিবারের সদস্যদের পক্ষে একটি সাধারণ ডায়েরি করেন। এই কঙ্কালটি হারুন অর-রশিদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist