রংপুর ব্যুরো

  ১১ মে, ২০২২

রংপুরে তথ্যমন্ত্রী

এলডিপি মহাসচিব কেন গুলি করেছেন খতিয়ে দেখা হচ্ছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলা হয়নি। এলডিপি মহাসচিব কুমিল্লায় কার নির্দেশে গুলি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তরমুজ ছুড়ে মারার প্রতি উত্তরে গুলি করায় আওয়ামী লীগের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এটি বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতার নির্দেশে করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকালে রংপুর মহানগর আওয়ামী লীগের আওতাধীন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে টিআইবি যেভাবে বিবৃতি দিচ্ছে, তাতে করে টিআইবি আর রিজভী আহম্মেদের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি আরো বলেন, মির্জা ফখরুল রেদোয়ান আহমেদের পক্ষে সাফাই গাইছেন। এতে গুলি করার নির্দেশ দেওয়ার বিষয়টি স্পষ্ট। উভয়ই ঘটনা ঘটার আগে বিবৃতি দেন তারা।

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর ৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জাতীয় শ্রমিক লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক এমএ মজিদ প্রমুখ।

এ ছাড়া রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close