reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০২৪

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক লঙ্কান অধিনায়ক

ছবি : সংগৃহীত

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য সহর অনুরাধাপুরার কাছে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

থিরিমান্নের আঘাত কতটা গুরুতর, তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। থিরিমান্নের সঙ্গে গাড়িতে থাকা আরেকজনও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার সময় থিরিমান্নে তীর্থযাত্রায় ছিলেন বলে জানা গেছে। তার গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া থিরিমান্নে দেশের হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন তিনি, ২০১৪ সালে ছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য। এছাড়া দুটি ওয়ানডে বিশ্বকাপেও অংশ নিয়েছেন এই ব্যাটার।

সবশেষ দেশের হয়ে ২০২২ সালের মার্চে খেলেছেন থিরিমান্নে। পরের বছর জুলাইয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাহিরু থিরিমান্নে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close