reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২৪

ওসাসুনাকে হারিয়ে ফাইনালে বার্সা

ছবি : সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল করেন রবার্ট লেভানডোভস্কি ও লামিন ইয়ামাল। আগামী রবিবার (১৪ জানুয়ারি) ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। যদিও প্রথম হাফে পাওয়া বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি তোরেস-লেভারা। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। প্রথমার্ধের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে তারা। ম্যাচের ৫৯তম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় বার্সেলোনা। গুন্ডোগানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি।

ম্যাচের ৬৮তম মিনিটে দারুণ এক আক্রমণে বক্সে ঢুকে শট নেন জোয়াও ফেলিক্স। তবে ওসাসুনার গোলরক্ষক হেরেরা ঝাঁপিয়ে পড়ে দারুণ এক সেভ করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ইয়ামাল। ফেলিক্সের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

২০১৯-২০ মৌসুম থেকে চার দল নিয়ে স্প্যানিশ সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে। গত আসরে ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

পিডিএস/এমএইউ.

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close