reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০২১

সার্জিও রামোস করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায়।

চোটের কারণে রামোস আগে থেকেই মাঠের বাইরে ছিলেন। এখন আইসোলেশনে আছেন তিনি।

স্পেন জাতীয় দলের সঙ্গে থাকার সময় পেশির চোটে মাস খানেকের জন্য মাঠের বাইরে চলে যান রামোস। আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি খেলায় ফিরবেন বলে আশা করা হচ্ছিল। করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় সেটি পিছিয়ে যাবে কি না তা এখনো নিশ্চিত নয়।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সার্জিও রামোস,করোনায় আক্রান্ত,করোনাভাইরাস,কোভিড ১৯
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close