reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০১৮

মুশফিকের বিশ্বরেকর্ডের দিনে দ্বিতীয় দিনও বাংলাদেশের

লড়াইয়ের জন্য চাওয়া ছিল চারশ রান। মুশফিকুর রহিমের রেকর্ডময় এক ইনিংসে বাংলাদেশ সেই রান ছাড়িয়ে গেল বহু দূর। দারুণ সঙ্গ দিলেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসে মিরপুর টেস্টে নিয়ন্ত্রণ আরও দৃঢ় হলো বাংলাদেশের। শেষ বেলায় হ্যামিল্টন মাসাকাদজার উইকেট তুলে নিয়ে কাজ এগিয়ে রাখলেন তাইজুল ইসলাম।

রেকর্ড বই ওলট-পালট হয়ে গেল মুশফিকের ইতিহাস গড়া ইনিংসে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি ডাবল সেঞ্চুরি। বিশ্বের প্রথম কিপার হিসেবে করলেন একাধিক ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস নিজের করে নিলেন মুশফিক। সময় ও বলের দিক থেকে দেশের সবচেয়ে দীর্ঘ টেস্ট ইনিংসের কৃতিত্ব এখন তার অধিকারে। শের-ই-বাংলায় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন ডাবল সেঞ্চুরি।

৫২২ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণার জবাব দিতে নেমে ১ উইকেটে ২৫ রানে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ব্রায়ান চারি ১০ ও নাইটওয়াচম্যান ডোনাল্ড টিরিপানো শূন্য রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩০৩/৫)১৬০ ওভারে ৫২২/৭ ডিক্লে. (মুশফিক ২১৯*, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল ৪, মিরাজ ৬৮*; জার্ভিস ২৮-৬-৭১-৫, চাটারা ২২.২-১২-৩৪-১, টিরিপানো ২৪.৪-৬-৬৫-১, রাজা ২২-১-১১১-০, উইলিয়ামস ৩০-৪-৮০-০, মাভুটা ৩১-১-১৩৭-০, মাসাকাদজা ২-০-৭-০)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৮ ওভারে ২৫/১ (মাসাকাদজা ১৪, চারি ১০*, টিরিপানো ০*; মুস্তাফিজ ৬-৪-১১-০, খালেদ ৫-৩-৬-০, তাইজুল ৫-৪-৫-১, মিরাজ ২-১-২-০)

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুশফিক,বিশ্বরেকর্ড,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close