reporterঅনলাইন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর, ২০১৮

বিপিএলের প্লেয়ার ড্রাফট ২৫ অক্টোবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারনে এবারের বিপিএল আসর শুরু হবে ২০১৯ সালের জানুয়ারি মাসে। চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর তাই প্লেয়ার ড্রাফট শুরু হবে ২৫ অক্টোবর থেকে। বিপিএলের এবারের আসরে থাকছে রিভিউ পদ্ধতিও।

শনিবার বিপিএলের ফ্রাঞ্চাইজিদের নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সভা শেষে বিপিএলের গভর্নিং বডির সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, আগামী ২৫ অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট হবে। এবারের আসরে রিভিউ সিস্টেম থাকবে। অংশগ্রহণকারী দলগুলো ইনিংসে একটি করে রিভিউ নিতে পারবে।

এবারের আসরে প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখা হবে বলে জানিয়েছেন বিসিবির এ পরিচালক।

তিনি আরও বলেন, বিপিএলের প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

আগামী ৫ জানুয়ারি বিপিএলের মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিপিএল,প্লেয়ার ড্রাফট,২৫ অক্টোবর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close