reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০১৮

হায়দরাবাদের জয়ে উজ্জ্বল সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবারের ম্যাচে সাকিব আল হাসানের দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্সে উড়তে থাকা পাঞ্জাবকে উড়িয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবের দিনে মাত্র ১৩২ রানের পুঁজি নিয়েও ১৩ রানে জয় পায় অরেঞ্জ আর্মিরা।

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে সাকিব আল হাসান ২৯ বল খেলে ২৮ রান করেন। ৫১ বল খেলে ৫৪ রান করেন মনিশ পান্ডে। ১৯ বল খেলে ২১ রান করেন ইউসুফ পাঠান। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে অঙ্কিত রাজপুত ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। চার ওভার বল করে ১৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন মুজিব উর রহমান।

১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে, দুই বিস্ফোরক ওপেনার ক্রিস গেইল ও লোকেশ রাহুল শুরুটা ভালোই করেন। উইকেট বুঝে ব্যাটিং করে গড়ে তুলেন ৫৫ রানের উদ্বোধনী জুটি। এরপরেই রশিদ খানের হাতে বল তুলে দেন উইলিয়ামসন। আফগান লেগ স্পিনার পুরো ম্যাচকেই পাল্টে দেন। দারুণ এক ডেলিভারিতে নিজের প্রথম ওভারে বোল্ড করেন রাহুলকে। ২৬ বলে ৩২ রান করে ফিরেন তিনি। ফর্মে থাকা ক্রিস গেইলকে ফেরান বাসিল থাম্পি।

তারপরে সাকিব আসেন বল হাতে। মায়াঙ্ক আগারওয়ালকে সাজঘরে ফিরিয়ে সাকিব পূর্ণ করেন আইপিএলে ৫০ উইকেট। পরের ওভারে বিপজ্জনক অ্যারন ফিঞ্চওকেও ফেরান সাকিব। আর শেষের দিকে রশিদ খানের বোলিং জাদুতে পরপর দুই উইকেট পড়লে ১৯.২ ওভারে ১১৯ রানেই অলআউট হয়ে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,সাকিব আল হাসান,সানরাইজার্স হায়দরাবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist