কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ০৬ অক্টোবর, ২০১৮

‘ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা ইতোমধ্যেই দেশের বিভিন্ন উপজেলায় প্রিপেইড মিটার দিয়েছি। বিদ্যুতের সিস্টেম লস কমাতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে শিগগিরই আসছে বিদ্যুতের স্মার্ট প্রিপ্রেইড মিটার।

শনিবার বিকেল ৫ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপিত হলে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল। আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশের প্রতিটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

আরও বক্তব্য রাখেন- তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কেরানীগঞ্জ,নসরুল হামিদ বিপু,ইন্টারনেট,বিদ্যুৎ,বিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close