রাজশাহী ব্যুরো

  ১২ অক্টোবর, ২০১৮

গ্রেনেড হামলা রায়ের প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

‘বিএনপির আর রাজনীতি করা উচিত নয়’

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘গ্রেনেড হামলার রায়ের পর বিএনপির আর রাজনীতি করা উচিত নয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নভেম্বর জেল হত্যার মধ্য দিয়ে দেশের মানুষ বিশ্বাস করে, বিএনপি রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে। এখন জনগণ শান্তি চায়, খুনিদের সাথে ঐক্য চায় না।’

শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা শাখার আয়োজনে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহ্বান জানান। উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাবাজ আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহ সভাপতি আজিজুল আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নাছিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির বক্তব্য দেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন। এছাড়াও বাঘা উপজেলার আলাইপুর বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখি সম্প্রসারনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,পররাষ্ট্র প্রতিমন্ত্রী,বিএনপি,রাজনীতি,শাহরিয়ার আলম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close