reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২৪

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

ছবি : সংগৃহীত

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তা ও নিরাপত্তা জোরদারে ঘটনাস্থলে ৪ প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগায় দুষ্কৃতিকারীরা।

সেখানে আগুন নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ১ (এক) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৩ (তিন) প্লাটুনসহ মোট ৪ প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের খবরে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবির একটি দল।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে যোগ দিয়েছে বিজিবি।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আনসার মোতায়েন,ট্রেনে আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close