reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২২

নতুন বছরে অর্থনৈতিক চাপ থাকবে না : পরিকল্পনামন্ত্রী

বিজিবি-২৮-এর অনুষ্ঠানে মাদক ধ্বংসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একইসঙ্গে তিনি বলেছেন, এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজিবির-২৮ ব্যাটালিয়ন জব্দ বিভিন্ন ধরনের ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী সুন্দর ফসল হয়। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঝে মধ্যে বিপাকে পড়তে হয়। আমাদের মূলকথা একটাই, পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিজিবির-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো: মাহবুবুর রহমান ও পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরিকল্পনামন্ত্রী,এম এ মান্নান,বিজিবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close