reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০২১

আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আজ। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবের। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

ধর্মীয় এ উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে প্রস্তুতি শেষ হয়েছে। তবে করোনার সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারো সারা দেশের পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দুর্গাপূজায় উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো বাদ দিয়ে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখা হবে। বর্ণাঢ্য আলোকসজ্জা যেমন থাকবে না, তেমনি বিসর্জনের শোভাযাত্রাও এবার হবে না।

দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শুরু হচ্ছে,শারদীয় দুর্গোৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close