পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

  ২৮ অক্টোবর, ২০১৮

‘মাদক ব্যবসা না ছাড়লে করুণ পরিণতি’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসায়ী যারা আছেন, ব্যবসাটা ছেড়ে দিন। অনেক ব্যবসা করেছেন, যদি না ছাড়েন করুণ পরিণতির জন্য আমরা দায়ী থাকবো না। মাদক এ দেশ থেকে দূর করবো, যুব সমাজকে রক্ষা করবো।

রোববার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমরা বিশ্ব নিয়ে যে স্বপ্ন দেখছি, ২০৪১ সালের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে আমাদের যুব সমাজকে ও তাদের মেধাকে বাঁচাতেই হবে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন। সেটা পালন করতে যতখানি কঠোর হওয়া দরকার আমরা হবো। আমরা কাউকে ছাড় দেবো না। আপনারা হয়তো এর মধ্যে টের পেয়ে গেছেন।

পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক ব্যবসা,না ছাড়লে,করুন পরিনতি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close