নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০২২

২৪০ কোটি টাকা পাচার : আবু আহমদকে গ্রেপ্তারের নির্দেশ, তদবিরকারকের ক্ষমা প্রার্থনা   

ছবি : প্রতিদিনের সংবাদ

২৪০ কোটি টাকা পাচারের অভিযোগে ‘ব্যবসায়ী’ আবু আহমদকে গ্রেপ্তার করতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। এ ছাড়া আসামির তদবিরকারক নুর মোহাম্মদ আদালতে সশরীরে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তখন তাকেও আসামিকে আদালতে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৮ জানুয়ারি ঠিক করেছেন আদালত।

সোমবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আবু আহমদ চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে ২৪০ কোটি ৫ লাখ ১৬০ টাকা পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগে ২০২০ সালের ১৮ মার্চ আবু আহমদসহ ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে সিআইডি। সেই মামলায় ৭ ডিসেম্বর আবু আহমদের জামিন আবেদনে তদবির করেন নুর মোহাম্মদ। এতে তাকে তলব করেন হাইকোর্ট। ১২ ডিসেম্বর তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়। তারই ধারাবাহিকতায় তিনি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, চট্টগ্রামের স্বর্ণ চোরাকারবারি আবু আহমদ ওরফে আবুর হাইকোর্টে জামিন আবেদনে তথ্য গোপন করে প্রতারণা করায় তার তদবিরকারক নুর মোহাম্মদকে শোকজ করে তলব করেছিলেন আদালত। আজ নির্ধারিত দিনে তিনি সশরীরে আদালতে উপস্থিত হন। এরপর আবু আহমদের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্য করায় কনডেম রুল ইস্যু করা হয়। তাকে গ্রেপ্তারের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দাখিল করতে চট্টগ্রাম পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতে আসামিকে হাজিরের কথা বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। এ ছাড়া তথ্য গোপন করা হয়েছে। আদালত বুঝতে পেরে আসামি পক্ষের আইনজীবী ফারিয়া বিনতে আলমের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাকে (আইনজীবীকে) সতর্কও করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close