reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০২০

ইসির মামলা

আগাম জামিন চান নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার আবেদনটি জমা দেওয়া হয়।

নিক্সনের আইনজীবী এম মঞ্জুর আলম বলেন, আইনজীবী শাহদিন মালিক আমাদের আবেদনটি জমা দিয়েছেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।

কী যুক্তিতে আগাম জামিন চাওয়া হয়েছে—এ প্রসঙ্গে মঞ্জুর আলম বলেন, আবেদনটি এখন সাবজুডিস (বিচারাধীন বিষয়) মেটার, তাই সেটি এখন বলতে চাচ্ছি না।

ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিক্সন চৌধুরী,জামিন,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close