reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২০

জাহালম ক্ষতিপূরণ পাবেন তো?

আসামি না হয়েও তিন বছর জেল খাটার ঘটনায় পাটকলকর্মী জাহালম ক্ষতিপূরণ পাবেন কি না—সে বিষয়ে বুধবার রায় দেবেন হাইকোর্ট।

বিষয়টি বিচারপতি এফ আর নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রায়ের জন্য মঙ্গলবারের কার্যতালিকায় ছিল। কিন্তু সকালে আদালত আবারও উভয় পক্ষের বক্তব্য শুনে বুধবার বেলা ২টায় রায় ঘোষণার সময় নির্ধারণ করে দেন।

এর আগে জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ১২ ফেব্রুয়ারি আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী জাকির হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে আইনজীবী আনিসুল হাসান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাসার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

আইনজীবী খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, আজ আদালতের কার্যক্রম শুরু হলে আদালত পক্ষগুলোর বক্তব্য শোনেন। পরে বুধবার বেলা ২টায় রায়ের জন্য রেখেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহালম,ক্ষতিপূরণ,দুদক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close