reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০১৯

২ যুবলীগ নেতা খুন

হাইকোর্টে সাবেক এমপি রানার জামিন

টাঙ্গাইলে যুবলীগের দুই নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

তবে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানার জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, দুটি মামলা কার্যতালিকায় ছিল। এর মধ্যে যুবলীগের দুই নেতা হত্যা মামলায় হাইকোর্ট আজ তাকে ছয় মাসের জামিন দিয়েছেন। হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যাবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

বশির উল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানার জামিন আবেদন কার্যতালিকায় রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে ওই আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত সময় পিছিয়ে দিয়েছে আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুবলীগ নেতা খুন,হাইকোর্ট,এমপি রানা,জামিন,হত্যা মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close