reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

বললেন দুদকের আইনজীবী

‘খালেদা জিয়ার ২ মামলার সাজা আলাদাভাবে কার্যকর হবে’

জিয়া অরফানেজ ট্রাস্ট্রের পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও দণ্ডিত হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুই মামলার সাজা আলাদাভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়াসহ ৪ আসামির ৭ বছরের সাজা দেন আদালত। রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুদকের আইনজীবী কাজল জানান, দুই মামলায় খালেদা জিয়া ১২ বছর দণ্ডিত হলেন। দুটি মামলার রায় আলাদাভাবে কার্যকর হবে। যেহেতু তিনি একটি মামলায় জেল খাটছেন এটি শেষ হলে অন্যটি কার্যকর হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনসহ ৪ আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। সেইসঙ্গে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস জেল দিয়েছেন আদালত। রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত আজ দুপুর ১২টার দিকে এ রায় দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা,মোশাররফ হোসেন কাজল,দুদক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close