reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০১৮

কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন নামঞ্জুর

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।

বুধবার কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিপ্লব কুমার দেবনাথ নামঞ্জুরের আদেশটি দেন।

বিষয়টি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, বুধবার ছিল হত্যা মামলায় জামিন আবেদনে অধিকতর শুনানির দিন। অধিকতর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। এ মামলাটির ঘটনার সঙ্গে খালেদা জিয়ার কোনও প্রকার সম্পৃক্ততা নেই। আমরা উচ্চ আদালতে যাব। সেখানে ন্যায় বিচার পাব বলে আশা করি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,হত্যা মামলা,খালেদা,জামিন নামঞ্জুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close