reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২৪

গাজায় প্রতিদিন ৩৫০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে

ছবি : সংগৃহীত

ইসরায়েলের একের পর এক হামলায় গাজা মৃত্যুনগরীতে পরিণত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

শুক্রবার (৫ এপ্রিল) এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের বিষয়টি জানিয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, কারেম আবু সালেম (কারেম শালোম) ক্রসিং দিয়ে দক্ষিণ ইসরায়েলের মধ্য দিয়ে গাজায় ২৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। আর ১০০টি ত্রাণবাহী ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলে গাজায় ত্রাণ সহায়তা বৃদ্ধি পাবে। এখন প্রতিদিন গাজায় মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।

ইসরায়েল ঘোষণা দিয়ে বলেছে, উত্তর গাজায় বেইট হানুন (ইরেজ) ক্রসিং খুলবে। এছাড়া আশদোদ বন্দরের মাধ্যমে সাময়িক সহায়তা সরবরাহের অনুমতি দেবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রাণবাহী ট্রাক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close