reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৮

মুম্বাইয়ে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত

ভারতের মুম্বাইয়ের পশ্চিম উপকূলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী ৬জন নিহত হয়েছেন। আজ রোববার এনডিটিভি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকালে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন(ওএনজিসি)এর মালিকানাধীন ছিল। নিহতদের মধ্যে কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন বলে জানা গেছে।

উপকূল রক্ষীবাহিনী জানায়, কোম্পানির ওই কর্মকর্তার নাম পঙ্কজ গর্গ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জুহু থেকে ওএনজিসির পাঁচকর্মী ও দুই পাইলটকে নিয়ে মুম্বাই হাই নর্থ ফিল্ডের উদ্দেশে রওনা হয়েছিল ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫ এন ৩ হেলিকপ্টারটি।

তবে, জুহু থেকে উড়ার ১৫ মিনিটের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা আরো দু’জনের মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়েছে।

এদিকে, ভারতের বেসামরিক বিমান মন্ত্রী এনডিটিভি-কে জানায়, এ দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,হেলিকপ্টার বিধ্বস্ত,মুম্বাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist